ভারত ও বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কায় বন্ধ হল পিস টিভির সম্প্রচার৷ জাকির নায়েকের পিস টিভির বিরুদ্ধে জেহাদের বিষ ছড়ানোর অভিযোগ রয়েছে৷ এর মাধ্যমেই যুবকদের মগজ ধোলাই করছে ইসলামিক স্টেট বলে আগেই জানিয়েছিলেন ভারতীয় গোয়েন্দারা৷
শ্রীলঙ্কার সব থেকে বড় দুই কেবল অপারেটর-ডায়ালগ ও এলটি, বিতর্কিত পিস টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে৷ যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনও সরকারি নির্দেশ আসেনি৷
তবে শিগগিরই প্রশাসন এ ঘোষণা করতে চলেছে বলে খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন।
২০১৬ সালেই ভারতে পিস টিভির সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার৷ কোনও কেবল অপারেটর ওই চ্যানেল সম্প্রচার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল৷
শুধু ভারতেই নয়, সন্ত্রাসবাদে তরুণদের প্ররোচিত করার অভিযোগে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশেও৷ ওই দেশের কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়৷
এসএইচ-১৬/০১/১৯ (অান্তর্জাতিক ডেস্ক)