ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি ক্ষমতায় না আসলে আত্মহত্যা করবেন বলে জানিয়েছেন উত্তর প্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড চেয়ারম্যান ওয়াসিম রিজভি৷ মঙ্গলবার তিনি বলেন, প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদি না এলে তিনি অযোধ্যায় রামমন্দিরের সামনে আত্মহত্যা করবেন৷
তিনি জানান, রামমন্দিরের সমর্থনে মুখ খোলায় অনেক মুসলিম তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, তাই মোদি ক্ষমতায় না এলে তার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না৷
রিজভির মতে, তিনি যখনই জাতীয়তাবাদ নিয়ে কথা বলেছেন তখনই তাকে হুমকি দেওয়া হয়েছে৷ মোদি ক্ষমতা থেকে চলে গেলে তাকে টুকরো টুকরো করে কেটে ফেলা হবে বলে আশঙ্কা করছেন তিনি৷
উল্লেখ্য, ভারতে চলছে লোকসভা নির্বাচন। মোট সাত দফায় এই নির্বাচনের ভোটগ্রহণ হবে।
এরই মধ্যে চার দফা ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ হবে ২৩ মে।
এসএইচ-২৮/০১/১৯ (অান্তর্জাতিক ডেস্ক)