পূর্বাভাসের সময় থেকে ৫-৬ ঘণ্টা আগেই স্থলভাগে আছড়ে পড়ার কথা ছিল ফণীর। সেই মতোই শুক্রবার সকালেই ২০০ কিলোমিটার বেগে ভারতের উড়িষ্যায় আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী।
আনন্দবাজার বলছে, গত তিন দিন উপগ্রহ চিত্রে গতিবিধির ওপর নজর রাখার পর আবহাওয়া অফিস জানিয়েছিল, শুক্রবার বেলা ৩টার সময় বঙ্গোপসাগর থেকে স্থলভূমিতে ঢুকবে সাইক্লোন ফণী। কিন্তু তার আগেই সকাল ৮.৫০ মিনিট নাগাদ উড়িষ্যায় ঢুকে পড়ল ফণী।
দিল্লির আবহাওয়া বিভাগের সাইক্লোন সতর্কতা কেন্দ্রের প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান, শুক্রবার সকাল ৮টা থেকে ১২টার মধ্যে কোনো এক সময়ে ফণী আছড়ে পড়বে পুরী সংলগ্ন গোপালপুরে। এর পর তটরেখা ধরে সেটি পশ্চিমবঙ্গে ঢুকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে চলে যেতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফণীর প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় সাজো সাজো রব বিরাজ করছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে।
জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের হিসাব অনুযায়ী গত ২০ বছরে এই অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে পরিণত হয়েছে ফণী। এর আগে ১৯৯৯-এ এই মাত্রায় পৌঁছনো সুপার সাইক্লোনে প্রায় ১০ হাজার মানুষ মারা গিয়েছিল, ক্ষয়ক্ষতি হয়েছিল বিপুল।
এদিকে, ফণীর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
এসএইচ-০১/০৩/১৯ (অান্তর্জাতিক ডেস্ক)