নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডার বাগদান সম্পন্ন

অবশেষে দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

শুক্রবার এক অনুষ্ঠানে জেসিন্ডার বাঁ হাতে হীরার আংটি দেখেই বাগদানের খবর ছড়িয়ে পড়ে। গত ইস্টার সানডের পরেই তাঁরা বাগদান সম্পন্ন করেছেন বলে জানান প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র।

বাগদানের পর রেডিও নিউজিল্যান্ডকে জেসিন্ডা আরডার্ন বলেন, আমি অনেক অনেক ভাগ্যবতী। আমি এমন একজন সঙ্গী পেয়েছি, যিনি সব সময় আমার পাশে থাকেন। তিনি আমাদের দায়বদ্ধতার একটা বিশাল অংশের ভাগীদার, কারণ তিনি একজন বাবাও।

জেসিন্ডা আরডার্নের বয়স ৩৮ এবং তার সঙ্গী ক্লার্কের ৪১। ক্লার্ক পেশায় একজন টেলিভিশন উপস্থাপক। ২০১২ সালে তাদের প্রথম পরিচয় হয়।

গত বছরের জুন মাসে জেসিন্ডা ও গেফোর্ডের ঘরে জন্ম নেয় ফুটফুটে একটি মেয়েসন্তান। তার নাম নিভ তে আরোহা। এরপরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা দেন।

এসএইচ-২৭/০৩/১৯ (অান্তর্জাতিক ডেস্ক)