খ্রিস্টানদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও চারটি হোটেলসহ আটটি স্থানে ভয়াবহ সিরিজ বোমা হামলা হয়।
আত্মঘাতী বোমা হামলায় জড়িত সন্ত্রাসী নেটওয়ার্কের বেশিরভাগই ধ্বংস করা গেলেও ভবিষ্যতে হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
এ ব্যাপারে মঙ্গলবার পার্লামেন্টে বিক্রমাসিংহে বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আরও ১০ জনকে পুলিশ খুঁজছে বলে মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা।
শ্রীলঙ্কা সরকার সন্ত্রাস দমনে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল একযোগে চালানো বোমা হামলায় আড়াই শতাধিক মানুষ নিহত হন। আহত হন আরও ৫ শতাধিক মানুষ।
এসএইচ-২৫/০৮/১৯ (অান্তর্জাতিক ডেস্ক)