হযরত নূহ (আ:) এর বাস এবং যেখান থেকে পৃথিবী ডুবতে বসেছিল

ইরাকের পবিত্র নগরী নাজাফ এবং কুফার মধ্যবর্তী এলাকায় হান্নানেহ মসজিদ অবস্থিত। এর আরেকটি নাম হলো মসজিদুল রা’স বা মস্তক মসজিদ। হজরত হোসাইন (আ)-এর পবিত্র মস্তক এখানে রাখা হয়েছিল বলে কথিত আছে।

এর কাছেই রয়েছে বিখ্যাত সাহাবি হজরত কুমাইল ইবনে জিয়াদ নাখাই’র মাজার। হজরত কুমাইল ছিলেন আমিরুল মোমিনীন হযরত আলী ইবনে আবু তালিব (আ.)-এর ঘনিষ্ঠ এক সহচর।

বিশ্বের অন্যতম প্রাচীন এবং পবিত্র মসজিদগুলোর অন্যতম মসজিদে আল কুফা। এখানেই আততায়ীর আঘাতে আহত হয়েছিলেন সেজদারত হজরত আলী (আ.)। এ আঘাতের কারণেই পরে শাহাদতবরণ করেন তিনি।

এ মসজিদে প্রাঙ্গণে রয়েছে হজরত মুসলিম বিন আকিল, হজরত হানি ইবনে উরওয়া এবং বিপ্লবী যোদ্ধা মুখতার আল-সাকাফি’র মাজার।

এই মসজিদ এলাকায় বাস করতেন হযরত নূহ (আ.) এবং এখানেই তিনি কিস্তি বানিয়েছিলেন। নূহের আমলে গোটা পৃথিবী ডুবতে শুরু করেছিল এখান থেকেই এবং এ জায়গা থেকেই পানি পুনরায় শুকাতে শুরু করেছিল।

এসএইচ-২৮/১৪/১৯ (আন্তর্জাতিক ডেস্ক, তথ্য সূত্র : পার্সটুডে)