দুবাইয়ে বিমান দুর্ঘটনায় ৪ জনের প্রাণহানি

ছোট আকারের একটি উড়োজাহাজের দুর্ঘটনায় দুবাইয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩ জন ব্রিটিশ ও ১ জন দক্ষিণ আফ্রিকার নাগরিক। দুর্ঘটনা কবলিত বিমানটি ডিএফোর২ মডেলের ও চার আসন বিশিষ্ট। যুক্তরাজ্যে নিবন্ধিত এই বিমানটির মালিক ফ্লাইট ক্যালিবেরেশন সার্ভিস।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম জানায়, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ মাইল দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর কয়েক ঘণ্টার জন্য দুবাই বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের মধ্যে ১ জন পাইলট, অপরজন কো-পাইলট ও দুজন যাত্রী ছিলেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ বিষয়ে আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।

বিবিসি জানায়, ফ্লাইট ক্যালিবেরেশন সার্ভিস রাডার ও বিমানবন্দরের প্রযুক্তি বিষয়ক সেবা দিয়ে থাকে। মার্কিন ইঞ্জিনিয়ারিং কোম্পানি হানিওয়েল তাদের ভাড়া করে দুবাইয়ে কাজ করতে এনেছে।

হানিওয়েল বিবৃতিতে বলেছে, বিমান বিধ্বস্তের ঘটনায় তারা শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তারা।

এসএইচ-২৯/১৭/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)