টাইম ম্যাগাজিন’র সেই প্রতিবেদন নিয়ে মুখ খুললেন মোদি

টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে নরেন্দ্র মোদিকে ‘ইন্ডিয়া’স ডিভাইডার ইন চিফ’ বলা হয়েছে। অর্থাত্‍‌ ভারতে বিভেদের প্রধান মুখ। এই নিয়ে শুরু হয় বিতর্কের ঝড়। যার আড়ালে প্রায় ঢাকাই পড়ে যায় ওই একই পত্রিকায় প্রকাশ পাওয়া আরও একটি প্রতিবেদন যেখানে মোদিকে সংস্কারের মুখ বলেও উল্লেখ করা হয়েছিল।

টাইম ম্য়াগাজিনে প্রশ্ন করা হয়েছিল ভারত আরও পাঁচ বছর মোদি সরকারকে সহ্য করতে পারবে কি না। শুক্রবার এর জবাব দিলেন প্রধানমন্ত্রী মোদি নিজেই।

পার্টির সুরেই সুর মিলিয়ে মোদি এদিন বলেন, ‘টাইম ম্যাগাজিন বিদেশি পত্রিকা। আর যিনি এই প্রতিবেদন লিখেছেন তিনি পাকিস্তানি পরিবারের। এখানেই তো স্পষ্ট, তার বক্তব্য কতটা গ্রহণযোগ্য।’

কিছুদিন আগেই প্রতিবেদক আতীশ তাসিরকে বিদ্ধ করেছিলেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। বলেছিলেন, একজন পাকিস্তানির কাছ থেকে এর থেকে ভালো কী আশা করা যায়। এই প্রবন্ধটি রিটুইট করার জন্য কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকেও কটাক্ষ করেছিলেন সম্বিত।

প্রসঙ্গত, ভারতীয় সাংবাদিক তভলিন সিং এবং পাকিস্তানি রাজনীতিক তথা ব্যবসায়ী সালমান তাসিরের ছেলে আতীশ। টাইম ম্যাগাজিনের বিতর্কিত প্রতিবেদনটি তারই লেখা।

এসএইচ-২৭/১৮/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)