‘ক্রাইস্টচার্চ মসজিদে হামলাকারী ট্যারেন্ট সব অভিযোগে দোষী নয়’

নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী ব্রেন্টন ট্যারেন্টের বিরুদ্ধে আনা ৯২টি অভিযোগের সবগুলোতে তাকে দোষী সাব্যস্ত না করার আহ্বান জানিয়েছেন তার আইনজীবী।

শুক্রবার সকালে ক্রাইস্টচার্চ হাইকোর্টে ২৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারেন্টকে নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলাকারী হিসাবে উপস্থাপন করা হয়।

ইয়ন, সিএনএন ট্যারেন্টের আইনজীবী শেন টেইট জানান, ট্যারেন্টের বিরুদ্ধে আনা সব অভিযোগে সে দোষী নয়। আইনজীবীর এ আবেদনের কথা শোনার পর অকল্যান্ডের পারেমোরেমোর কারাগারে উপস্থিত ট্যারেন্টের মুখে মৃদু হাসির ছবি ভিডিওতে ফুটে ওঠে। ওই সময় কারাগারের পাবলিক গ্যালারিতে দুই মসজিদে হামলায় নিহত ব্যাক্তির স্বজনরা উপস্থিত ছিলেন।

ট্যারেন্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে বিচারক ক্যামেরন ম্যান্ডার আদালতে জানান, তার মানসিক অবস্থা বিচারের ক্ষেত্রে কোন সমস্যা নয়।

উল্লেখ্য, গত ১৫ মার্চ শুক্রবার মসজিদে জুম্মার নামাজে অংশ নেয়া আল নুর ও সুবারবান মসজিদে মুসল্লিদের ওপর হামলা চালিয়ে ৫১জনকে হত্যা,৪০ জনকে হত্যা চেষ্টা ও সন্ত্রাসী হামলায় ট্যারেন্টের বিরুদ্ধে ৯২টি অভিযোগ আনা হয়।

এসএইচ-২৮/১৪/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)