ক্রাইস্টচার্চে হামলার ভিডিও শেয়ার করায় ২১ মাসের কারাদণ্ড

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জোড়া মসজিদে হামলার সেই ভয়াবহ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় ফিলিপ আর্প্স নামে এক ব্যক্তিকে ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার ফিলিপ আর্প্সকে দোষী সাব্যস্ত করে আদালত।

ক্রাইস্টচার্চ হামলার ভিডিও ৩০ জনকে শেয়ার করেছিলেন ফিলিপ।

এভাবে হিংসাত্বক আপত্তিকর ছবি ছড়ানো, আইনের চোখে দণ্ডনীয় অপরাধ।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের জোড়া মসজিদে সন্ত্রাসবাদী হামলায় ৫০ জন নিহত হন। হামলার সময় ফেসবুকে ‘লাইভ’ও করেছিল হামলাকারী।

এসএইচ-২৮/২০/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)