মার্কিন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ভারত

ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যলঘুদের অবস্থান নিয়ে মার্কিন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ভারত। শনিবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত ‘রিপোর্ট অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’ প্রতিবেদনে বলা হয়, ভারতে সংখ্যালঘুরা আক্রমণের শিকার হচ্ছেন ও উগ্র হিন্দুত্ববাদীদের হাতে ধর্মীয় স্বাধীনতা বিপন্ন হচ্ছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেন, ‘এটি অর্থহীন ও মিথ্যে’।এই প্রতিবেদনের কোন সত্যতা নেই। ভারত গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।’ বিজেপি নেতা অনিল বালুনি বলেন, ‘এই প্রতিবেদন পক্ষপাতদুষ্ট।

ভারতের ভাবমূর্তিতে আঘাত হানতেই যুক্তরাষ্ট্র এই প্রতিবেদন তৈরি করেছে।’

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এই প্রতিবেদনে আরো বলা হয়, ‘ভারতে ধর্মীয় স্বাধীনতা খর্ব হচ্ছে। ভারতের মতো একটি বহু ধর্ম ও বহু সংস্কৃতির দেশে ওই ঘটনা আগের চেয়ে আরও বেড়েছে।

ধর্মের সঙ্গে জাতীয়তাবাদকে মিশিয়ে দেওয়ার ঘটনা বেড়েছে। গো-রক্ষার নামে হিন্দুত্ববাদী গোষ্ঠীর ও সংগঠনগুলির হিংসা, হুমকি ও হেনস্থার ঘটনা বেড়েছে। গো রক্ষা-র নামে যেভাবে মানুষ মেরে ফেলা হচ্ছে বা গণপিটুনি ও হুমকির ঘটনা ঘটে চলেছে তা রোধ করতে ব্যর্থ হয়েছে সরকার।’

এসএইচ-২৫/২৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)