শ্রীলঙ্কায় জরুরি অবস্থার মেয়াদ আরও ১ মাস বাড়ল

সম্প্রতি একের পর এক বিস্ফোরণে রক্তাক্ত হয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। এতে নিহত হয়েছে প্রায় ৩০০ মানুষ।

ইস্টার সানডের উৎসবের দিন শ্রীলঙ্কার হোটেল ও গির্জায় বোমা হামলা চালিয়ে হত্যার মিছিল শুরু করেছিল সন্ত্রাসবাদীরা। ওই ঘটনার পরই দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছিল প্রেসিডেন্ট সিরিসেনা।

শনিবার সেই জরুরি অবস্থার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে শ্রীলঙ্কা সরকার।

দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই বোমা হামলার সঙ্গে জড়িত অধিকাংশ নেটওয়ার্ক ভেঙে দিয়েছে শ্রীলঙ্কা সরকার। হ্রাস পেয়েছে জঙ্গি হামলার হুমকিও। তবে অবশিষ্ট সন্দেহভাজনদের খোঁজে অভিযান চলতে থাকায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে।

শ্রীলঙ্কার একাধিক সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে প্রেসিডেন্ট সিরিসেনা বলেছেন, “জনগণের নিরাপত্তার স্বার্থে, আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং জনগণের জরুরি সেবা ও সরবরাহ রক্ষণাবেক্ষণের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে৷”

জরুরি অবস্থার মেয়াদ বাড়ায় শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী আরও এক মাসের জন্য জরুরি ক্ষমতা ব্যবহার করতে পারবে।

আইনানুযায়ী এই ক্ষমতা বলে শ্রীলঙ্কার পুলিশ ও সামরিক বাহিনী আদালতের নির্দেশ ছাড়াই সন্দেহভাজন যে কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারছে এবং ওই হামলার পর এ পর্যন্ত শতাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।

এসএইচ-২৯/২৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)