সারা বিশ্বে সংকটের প্রধান কারণ যুক্তরাষ্ট্র

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে সংকটের প্রধান কারণ আমেরিকা এবং এ দেশটি আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করছে না।

তেহরানে আন্তর্জাতিক আন্তঃসংসদীয় ইউনিয়নের প্রধান গ্যাব্রিয়েল কোয়েভ্‌স ব্রাউনকে দেয়া সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

প্রেসিডেন্ট রুহানি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যে বিরাজমান নানা সংকট ও নিরাপত্তাহীনতার প্রধান উৎস।

বাস্তবতা হচ্ছে, বিশ্বে নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন বহু মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা। কিন্তু আমেরিকা কেবল তার নেতৃত্বে এক মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর মধ্যে নিরাপত্তাগত সহযোগিতার উদ্যোগকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

আন্তর্জাতিক আন্তঃসংসদীয় ইউনিয়নের প্রধানের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট রুহানি গত ১৭ বছর ধরে আফগানিস্তান ও ইরাক এবং এরপর সিরিয়া ও ইয়েমেনে মার্কিন হস্তক্ষেপের কথা উল্লেখ করে বলেছেন, পারস্য উপসাগরীয় এলাকাসহ সারা বিশ্বে নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হলে আঞ্চলিক দেশগুলোর সমন্বিত প্রচেষ্টা জরুরি।

এসএইচ-২৭/২৪/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)