ট্রাম্পের ছেলের মুখে থুথু মারল ওয়েটার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের মুখে থুথু মেরেছেন দেশটির ইলিনয় অঙ্গরাজ্যের একটি রেস্তোরাঁর এক নারী কর্মী। গত মঙ্গলবার ইলিনয়ের বিখ্যাত শহর শিকাগোরে একটি অভিজাত হোটেলে এই ঘটনা ঘটে বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প মঙ্গলবার শিকাগোর ওই অভিজাত রেস্তোরাঁয় এক নৈশভোজে যোগ দিতে যান। মূলত ব্যবসায়িক সহকর্মীদের সঙ্গেই সেখানে ছিলেন তিনি। এ সময় হঠাৎ ওই রেস্তারাঁর এক নারী কর্মী এরিকের মুখে থুথু মারেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এমন ঘটনার পর খাবার পরিবেশনকারী ওই নারীকে ছুটিতে পাঠিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। বিবৃতি দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আমরা এখনো ওই কর্মীর সঙ্গে কথা বলতে পারিনি। তবে এরই মধ্যে আমাদের মানবসম্পদ বিভাগ ওই কর্মীকে ছুটিতে পাঠিয়েছে।‘

এরিক ট্রাম্প লাঞ্চিত হওয়ার এমন ঘটনায় ট্রাম্প অর্গানাইজেশনের পক্ষ থেকে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি। এরিক ট্রাম্প অবশ্য বলেছেন, ‘এমন একজন এই ঘৃণিত কাজটি করেছে যার স্পষ্টতই মানসিক সমস্যা রয়েছে।’

রেস্তোরাঁ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জনিয়েছে, তিনি কেন এমন আচরণ করেছেন তা আমাদের কাছে বোধগম্য নয়। আমরা এখনও ওই কর্মীর সঙ্গে কথা বলতে পারিনি। তবে এরই মধ্যে আমাদের মানবসম্পদ বিভাগ ওই কর্মীকে ছুটিতে পাঠিয়েছে। তবে রেস্তোরাঁটি ওই কর্মীর নাম নিশ্চিত করেনি।

তবে ট্রাম্প অর্গানাইজেশনের বরাত দিয়ে মার্কিন দৈনিক শিকাগো ট্রিবিউন জানিয়েছে, ‘রেস্তোরাঁ কর্তৃপক্ষ ওই নারীকে প্রথম কারাগারে পাঠালেও এরিক ট্রাম্প এ ঘটনায় কোনো অভিযোগ না করায় ওই নারীকে পরে ছুটিতে পাঠানো হয়।’

শহরের পুলিশ প্রধান বিষয়টি নিয়ে এক টুইট বার্তায় জানিয়েছেন, মার্কিন গোয়েন্দা সংস্থা ও শিকাগো পুলিশ এ ঘটনাটি খতিয়ে দেখছে। পুরো ঘটনা জানার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। ট্রাম্পের মুখপাত্রকেও এর আগে একটি রেস্তোরাঁ থেকে বের করে দেয়া হয়েছিল।

এসএইচ-২৫/২৯/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)