পাকিস্তান আসছেন প্রিন্স উইলিয়াম ও মিডলটন

ব্রিটিশ রাজপরিবারের ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেড মিডলটন পাকিস্তান সফরে আসছেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতরের অনুরোধে আসছে শরৎকালে তারা পাকিস্তান সফর করবেন। কেনসিংটন প্যালেস গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে।

তাদের এই সফর নিয়ে বিস্তারিত কিছু বলেনি তাদের কার্যালয়। পরবর্তীতে সফরের বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আরেক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রিন্স উইলিয়ামের সস্ত্রীক এই সফরের ঘোষণা আসার পর তাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যে নিয়োজিত পাকিস্তানের হাইকমিশনার। তিনি এই সফরকে পাকিস্তানের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের প্রতিরুপ হিসেবে অভিহিত করেছেন।

ডিউক অব কেমব্রিজের পাকিস্তান সফরের ঘোষণা আসার পর দেশটিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মোহাম্মদ নাফিজ জাকারিয়া বলেন, ‘ব্রিটিশ রাজপূত্রের এই আসন্ন সফর পাকিস্তানের সঙ্গে যুক্তরাজ্যের ভালো সম্পর্কের প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘এই দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। উভয় দেশই এই সম্পর্ক জোরদার করার ব্যাপারে সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করে আসছে। যার পরিপ্রেক্ষিতে এই সফরের ঘোষণা এলো।’

এসএইচ-২৪/৩০/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)