ব্রিটিশ গায়িকাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইরান!

ব্রিটিশ গায়িকা জোস স্টোনকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইরান। ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ব্রিটিশ গায়িকা জোস স্টোন জানান, বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে তিনি ইরান গিয়েছিলেন।

ওই গায়িকার দাবি, ইরান সরকার তাকে দেশটিতে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠিয়েছে। তাকে বিমানবন্দরে আটকে রাখার অভিযোগও করেছেন এই ব্রিটিশ গায়িকা।

গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত ওই ব্রিটিশ গায়িকা মাথায় সাদা স্কার্ফ পরিহিত অবস্থায় ৩ জুলাই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন।

ভিডিওতে তিনি অভিযোগ করেন, আমি ইরানে গিয়েছিলাম, সেখানে আমাকে আটক করা হলে আমি ফিরে আসি।

এদিকে, বিমানবন্দরে ব্রিটিশ গায়িকা জোস স্টোনকে আটকে রাখার বিষয়টি অস্বীকার করেছে ইরান সরকার। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ব্রিটিশ গায়িকা জোস স্টোন’র প্রয়োজনীয় কাগজপত্র এবং এন্ট্রি পারমিট ছিল না।

এসএইচ-২১/০৯/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)