ভারতে ঢুকে পড়েছে ৬ জঙ্গি, হাই অ্যালার্ট জারি

ছয় জন লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসবাদী ঢুকে পড়েছে ভারতের তামিলনাড়ু রাজ্যে। গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরই রাজ্যজুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।

বৃহস্পতিবার মধ্যরাত থেকেই চিরুনি তল্লাশি চালাচ্ছে দেশটির পুলিশ।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ সব শহরের কমিশনার ও জেলার পুলিশ সুপারদের সতর্ক করা হয়। জানানো হয়, এক পাকিস্তানি ও ৫ জন শ্রীলঙ্কার তামিল মুসলিম নিজেদের হিন্দু পরিচয়ে রাজ্যে ঢুকে পড়েছে। তারা বিভিন্ন অংশে হামলা চালাতে পারে।

গোয়েন্দাদের তথ্য বলছে, গুরুত্বপূর্ণ নিরাপত্তা ঘাঁটি, মন্দির, পর্যটন স্থল বা বিদেশি দূতাবাসে হামলা চালানো হতে পারে।

সন্ত্রাসবাদীদের ধরতে উপকূলসহ সর্বত্র ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ফেরি ও নৌকাগুলোর ওপর নজরদারি চালানো হচ্ছে। সতর্ক করা হয়েছে মত্‍‌স্যজীবীদেরও।

৪ এপ্রিল শ্রীলঙ্কায় হামলার সতর্কতা সত্যি বলে প্রমাণিত হয়েছিল। ইস্টারের রবিবারে দ্বীপরাষ্ট্রে মৃত্যু হয়েছিল ১৭ জনের।

এসএইচ-১১/২৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক, তথ্য সূত্র: এই সময়)