হিন্দুরা যেভাবে চাইবেন ভারত সেভাবেই চলবে

সংবিধানে লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু মহারাষ্ট্রে বিজেপির রাজ্য সভাপতি হয়তো সেটা মানেনই না। সম্প্রতি তার একটি বিতর্কিত মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় গণেশ উৎসবের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল। সেখানেই তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ভারতে হিন্দুদের সংখ্যা বেশি তাই তাদের কথা অনুযায়ীই দেশ চলবে।

তিনি বলেন, ‘দেশ সেভাবেই চলবে, যেভাবে দেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা চাইবে। তারা যদি মনে করে দুপুর ১২টার সময়ই গণেশের যাত্রাপালা দেখবে, তাহলে তখনই সেটা দেখানো হবে।’

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তারাও হিন্দু। তারাও নিজেদের পরিবারের সঙ্গে গণেশ উৎসব উদযাপন করেন। তাই সাধারণ মানুষের কখনোই মনে করা উচিত নয় যে, সরকার বা সরকারি কর্মকর্তারা তাদের উৎসবে বাধা সৃষ্টি করবেন।

শুধু এই বক্তব্যের জন্যই নয় বরং আরও বেশ কিছু কারণেও বিতর্কিত হয়েছেন বিজেপির এই নেতা।

এর আগে গত সপ্তাহে তাকে বন্যা দুর্গতদের উপর চিৎকার-চেঁচামেচি করতে দেখা যায়। ওই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বয়ে যায়।

এসএইচ-১৫/২৪/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)