বিচারকের চেয়ারে বসছেন কোর্ট ড্রাইভারের ছেলে!

বাবা ভারতের মধ্য প্রদেশের ইন্দোর জেলা আদালতের কোর্ট ড্রাইভার। ছেলে চেতন বাজাদ সসম্মানে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসতে চলেছেন বিচারকের আসনে! রোজ ১২ থেকে ১৩ ঘন্টা পড়াশুনা করতেন চেতন।

বাবা মধ্য প্রদেশের ইন্দোর জেলা আদালতের কোর্ট ড্রাইভার । ছেলে চেতন বাজাদ সসম্মানে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বসতে চলেছেন বিচারকের আসনে! যদিও তার জন্য পুরো কৃতিত্বই তিনি দিয়েছেন বাবা গোবর্ধনলাল বাজাদকে।

বলেছেন, বাবার কাজই তাঁকে এই পথে আসতে অনুপ্রাণিত করেছে।

একই সঙ্গে তিনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “আমি সবসময় বিচারক হওয়ারই স্বপ্ন দেখতাম। সমাজকে অন্যায়মুক্ত করার জেদ নিয়েই এই পথে আসা। এর জন্য রোজ ১২ থেকে ১৩ ঘন্টা পড়াশুনা করতাম।

প্রতিদিন সকাল ৮ টায় লাইব্রেরি যেতাম। ফিরতাম রাত ৯-১০ টায়। ফিরে দেখতাম, সবাই রাতের খাবার নিয়ে আমার অপেক্ষায় বসে।”

এসএইচ-১৪/২৫/১৯ (আন্তর্জাতিক ডেস্ক, তথ্য সূত্র : এনডিটিভি)