ব্রিটেনে দাঙ্গা হবে পথে পথে, দেখা দেবে ভয়াবহ বিশৃঙ্খলা

ব্রেক্সিট ইস্যুতে অস্থিরতা বিরাজ করছে ব্রিটেনের পার্লামেন্টে। নতুন প্রধানমন্ত্রী বরিস জনসনের পরিকল্পনা অনুসারে চুক্তিহীন ব্রেক্সিট (নো ডিল ব্রেক্সিট) বাস্তবায়ন হলে দেশে খাদ্য সংকট দেখা দেবে।

বাড়বে খাবারের দাম। ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ কমে যাবে। সমুদ্রে পণ্য পরিবহন রুটে ভয়াবহ বিশৃঙ্খলা দেখা দেবে।

ফলে যুক্তরাজ্যের পথে পথে দেখা দেবে দাঙ্গা-হাঙ্গামা, নানা অরাজকতা।

বুধবার প্রকাশিত ব্রিটিশ সরকারেরই এক প্রাক-মূল্যায়ন নথিতে এমন সতর্ক করা হয়েছে।

চুক্তি ছাড়াই ব্রেক্সিট কার্যকর হলে তা নিয়ে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ হতে পারে, যা দেশজুড়ে অরাজক পরিস্থিতির জন্ম দিতে পারে বলেও এতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

‘অপারেশন ইয়োলোহ্যামার’ নামের এ প্রাক-মূল্যায়ন নথিটি বরিস জনসন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার নয় দিন পর গত ২ আগস্ট প্রস্তুত হয়েছিল বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

এসএইচ-১২/১৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)