অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরি করল ইরান

ইরানের সামরিক বাহিনী নতুন সামরিক সরঞ্জাম উদ্বোধন করেছে। এর মধ্যে বিশেষ সামরিক যান ‘রুয়িনতান’। এটি বুলেটপ্রুফ।

স্টিলের বুলেট দিয়ে শত্রুপক্ষ এই যানের আরোহীদের কোনোভাবেই ঘায়েল করতে পারবে না। এটি যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী।

এছাড়া রয়েছে স্মার্ট সামরিক রোবট। এই রোবটের নাম দেয়া হয়েছে ‘হায়দার’।

ছয় চাকাবিশিষ্ট এই রোবট ভারি জিনিস বহন করতে সক্ষম।

আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপ-প্রধান অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারি।

এসএইচ-২১/০৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)