নতুন প্রস্তাব দিতে বরিসকে আল্টিমেটাম ইইউর

বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে এক সপ্তাহের মধ্যে গ্রহণযোগ্য নতুন ব্রেক্সিট পরিকল্পনা প্রস্তাবের আল্টিমেটাম দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।

অন্যথায়, চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠেয় সম্মেলনে ব্রেক্সিট নিয়ে নতুন করে কোনো আলোচনায় বসবে না তারা।

ব্রেক্সিট আলোচনায় ইউরোপীয়ান পরিষদের প্রধান আলোচনাকারী মিশেল বার্নিয়ার বৃহস্পতিবার রাতে এই আল্টিমেটামের কথা জানান।

ইইউ’র নতুন এই আল্টিমেটাম জনসনকে চরম বিপাকে ফেলে দিয়েছে। ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট চুক্তি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে তার জন্য।

তবে এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যে কোনো ভাবেই হোক, প্রয়োজনে কোনো চুক্তি ছাড়াই ব্রেক্সিট বাস্তবায়ন করবেন তিনি। আগামী বছর থেকে তিনি ব্রিটেনকে সামনে এগিয়ে নিতে চান।

এসএইচ-১২/০৪/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)