হংকংয়ে বিক্ষোভে মুখোশ নিষিদ্ধ করছে সরকার

বিক্ষোভকালে মুখোশ ব্যবহার নিষিদ্ধ হতে যাচ্ছে হংকংয়ে। সরকারবিরোধী আন্দোলনে সহিংসতার কারণে হংকং সরকার দ্রুতই এই ঔপনেবিশক যুগের জরুরি আইন কাজে লাগানোর পরিকল্পনা করেছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, গণতন্ত্রের দাবিতে ৪ মাস ধরে অচল চীনের অধীনস্থ ‘এক দেশ, দুই নীতি’র হংকং। এ চারমাসে গণতন্ত্রপন্থিরা ব্যাপক জ্বালাও-পোড়াও চালিয়েছে দেশটিতে। বিক্ষোভকারীদের দমনে হংকং সরকারও কঠোর থেকে কঠোরতর হয়েছে।

এই চার মাসে গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। ছাড় পাননি শিশু ও বৃদ্ধরাও।

কালো মুখোশ পড়ে গণতন্ত্রপন্থিরা রাস্তায় নামায় তাদের শনাক্ত করতে হিমশিম খেতে হচ্ছে পুলিশের। এরপরই মুখোশ নিষিদ্ধের বিষয়টি আলোচনায় আসে।

এদিকে, বিক্ষোভকালে মুখোশ ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে বিরোধীরা মানতে চান না । তাদের দাবি, অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে স্বৈরতন্ত্র চর্চা করতেই এ পদক্ষেপ নিচ্ছে সরকার।

এসএইচ-১৯/০৪/১৯ (আন্তর্জাতিক ডেস্ক, তথ্য সূত্র : সিএনএন ও সাউথ মর্নিং পোস্ট)