জম্মু ও কাশ্মীরে পোস্টপেড মোবাইলে নিয়ন্ত্রণ তুলে নেওয়ার ঘোষণা

ভারতের আলোচিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে পোস্টপেড মোবাইলে নিয়ন্ত্রণ তুলে নেওয়ার ঘোষণা দেয়া হয়েছে। আগামীকাল সোমবার থেকে পোস্টপেড মোবাইল ফের চালু হবে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যাওয়ার অনুরোধও জানানো হয়েছে নাগরিকদের।

সরকারি মুখপাত্র রোহিত কানসাল জানান, কাশ্মীরের ১০টি জেলাতেই সোমবার থেকে পোস্টপেড মোবাইলের সব লাইন খুলে দেওয়া হবে। পর্যটকরা বিনা বাধায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

কাশ্মীরে অবশ্য মাত্র ৪০ লাখ মানুষের পোস্টপেড মোবাইল রয়েছে। বিত্তশালী, ব্যবসায়ীরাই মূলত তা ব্যবহার করেন।

৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়া হয়।

শনিবার দেয়া বিবৃতিতে বলা হয়, সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গত ৪ আগস্ট কাশ্মীরের ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়। বর্তমানে পরিস্থিতি বিবেচনায় নিয়ে মোবাইলে ফোনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এসএইচ-২২/১৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)