সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসার ফি কমল

বিশ্বের ৪৯টি দেশের নাগরিক পাবেন এই সুযোগ। বাংলাদেশসহ সার্কভুক্ত কোনো দেশ এই সুবিধা না পেলেও, সৌদি প্রবাসীদের পরিবারের জন্য কমানো হয়েছে ফ্যামিলি ভিজিট ভিসার ফি।

ভিজিট ভিসার ফি ২ হাজার রিয়াল থেকে কমিয়ে ৩০০ রিয়াল করেছে সৌদি কর্তৃপক্ষ।

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সৌদি আরবে বাংলাদেশিদের ফ্যামিলি ভিসা। এর আগে যারা পরিবার নিয়ে এসেছেন ইকামাসহ নানা ধরনের বর্ধিত ফি’র কারণে অনেকেই তাদের দেশে ফেরত পাঠাতে বাধ্য হন। প্রবাসীদের দীর্ঘদিনের ফি কমানোর দাবি ছিলো।

এদিকে সৌদি কর্তৃপক্ষ আশা করছে, পর্যটন খাতে দেশি-বিদেশি বিপুল বিনিয়োগ ঘটবে। এতে ২০৩০ সালের মধ্যে পর্যটন খাতে জিডিপি ৩ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত হবে।

তবে ট্যুরিস্ট ভিসায় আসা অমুসলিম পর্যটকদের জন্য আগের মতোই মক্কা ও মদিনায় প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এসএইচ-১১/১৭/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)