আর্থিক সংকটে জাতিসংঘের সদর দফতর দুই দিন বন্ধ

চরম অর্থনৈতিক সংকটের কারণে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতর আগামী শনি ও রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সদস্যভুক্ত অধিকাংশ দেশ তাদের নির্ধারিত চাঁদা পরিশোধ না করায় এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, সংস্থাটি পরিচালনা করার জন্য প্রতি বছর নির্ধারিত অনুপাতে চাঁদা দেয় সদস্যভুক্ত ১৯৩টি দেশ।

তবে ২০১৮-১৯ অর্থ বছরে সেই অর্থ পরিশোধ করেছে মাত্র ৩৫ দেশ। এতে বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থাটি।

জাতিসংঘ বলছে, চলতি বছর ১২৯টি দেশ ২শ’ কোটি ডলার পরিশোধ করলেও; ঘাটতির মূল কারণ- সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র। তাদের বকেয়া ২৬০ কোটি ডলার!

কর্মীদের বেতনভাতা ছাড়াও জাতিসংঘের এই বাজেটে অন্তর্ভুক্ত আছে রাজনীতি-মানবিক সহায়তা-সমাজকল্যাণ ও যোগাযোগসহ নানা খাতের খরচ। এর বাইরে আছে বিশ্বের বিভিন্ন দেশে পরিচালিত শান্তিরক্ষা মিশনের বাজেটও।

এসএইচ-১৯/১৯/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)