নওয়াজ শরিফকে ‘বিষ’ প্রয়োগের অভিযোগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর হেফাজতে ‘বিষ’ দেওয়ার অভিযোগ করেছেন তার ছেলে হুসেন নওয়াজ।

সোমবার রাতে অসুস্থতার কারণে নওয়াজ শরিফকে হাসপাতালে নেয়ার পরদিন মঙ্গলবার এই অভিযোগ করেন হুসেন নওয়াজ।

তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর হেফাজতে তার বাবাকে ‘বিষ’ দেয়া হতে পারে। যে কারণে নওয়াজ শরিফের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হচ্ছে।

পাকিস্তানের গণমাধ্যম জানায়, নওয়াজ শরিফের স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে। তবে তিনি এখনও বিপদমুক্ত নন।

মেডিকেল রিপোর্ট অনুযায়ী, নওয়াজ শরিফের প্লেটলেট কাউন্ট এখন ১৬ হাজার। হুসেনের কথায়, প্লেটলেট কমে যাওয়া সত্ত্বেও আমার বাবাকে কেন হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল না, এর জবাব ইমরান খান সরকারকে দিতে হবে। প্লেটলেট কাউন্ট কমে যাওয়া স্বাস্থ্যের জন্য গুরুতর বিষয়। মৃত্যু পর্যন্ত হতে পারে। তা সত্ত্বেও এই গাফিলতি কেন, এর জবাব কি ইমরান সরকারের কাছে আছে?

অন্যদিকে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (ন্যাব) এক বিবৃতিতে জানিয়েছে, নওয়াজ শরিফের অবস্থা এখন স্থিতিশীল। অবস্থার ক্রমে উন্নতি হচ্ছে।

এসএইচ-১০/২৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)