ওমরাহর জন্য সৌদি আরবের নতুন নিয়ম

ওমরাহর নতুন নীতিমালা ঘোষণা করেছে সৌদি সরকার। এবার থেকে ওমরা ও থাকা-খাওয়ার খরচ হজের মতোই এজেন্সির মাধ্যমে সৌদি আরবের ব্যাংকিং চ্যানেলে পাঠাতে হবে।

তবে, একজন ব্যক্তি সব মিলিয়ে বার্ষিক ভ্রমণ কোটায় সর্বোচ্চ ৭ হাজার ডলার খরচ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে গত সোমবার ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

ওমরাহর জন্য বর্তমানে সব মিলিয়ে সর্বোচ্চ ১ লাখ ২৫ হাজার টাকা খরচ হয়।

সৌদিতে থাকা-খাওয়ার জন্য এতোদিন এজেন্সিগুলো নিজেদের মতো করেই টাকা পাঠাত। চলতি বছর থেকে নতুন ওমরাহ নীতিমালায় এজেন্সির মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানো বাধ্যতামূলক করেছে দেশটির সরকার।

এসএইচ-১৮/২৩/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)