সার্বিয়াতে সামরিক মহড়ায় ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র পাঠাল রাশিয়া

সার্বিয়াতে একটি সামরিক মহড়ায় অংশ নিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ‘এস-৪০০’ পাঠিয়েছে রাশিয়া। প্রথমবারের মতো বিদেশে কোনো মহড়ায় নিজেদের দূরপাল্লার ‘এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’র একটি ডিভিশন পাঠিয়েছে রাশিয়া।

বৃহস্পতিবার রুশ গণমাধ্যম ‌‘মস্কো টাইমস’ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

সামরিক মহাড়ায় অংশ নিতে শুধু এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নয়, প্যান্টসির ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যাটারিও পাঠানো হয়েছে।

বর্তমান বিশ্বে অন্যতম কার্যকরী ও অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে ‘এস-৪০০’। রাশিয়ার তৈরি এ উন্নত প্রযুক্তি পেতে বিশ্বের অনেক দেশ আগ্রহী। মূলত দেশটির আগেরকার ‘এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা’র উন্নত সংস্করণ এটি।

সার্বিয়া তার বৃহত্তম ব্যবসায়িক অংশীদার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার জন্য সূক্ষ্ম ভারসাম্যমূলক কাজ করে চলেছে। একইসঙ্গে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ধরে রাখতেও কাজ করছে।

এসএইচ-২৪/২৪/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)