রাজনৈতিক নেতাদের বাজে আচরণে নিউইয়র্ক ছাড়ছেন ট্রাম্প!

রাজনৈতিক নেতাদের বাজে আচরণে নিউইয়র্ক ছাড়ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য কাগজ জমা দিয়েছেন।

তবে এমন সিদ্ধান্ত গ্রহণে বেশ কষ্ট হয়েছে বলে টুইটারে জানিয়েছেন ট্রাম্প।

এ নিয়ে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেছেন, আমি নিউইয়র্ক রাজ্য ও শহর এবং স্থানীয় প্রশাসনকে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার কর পরিশোধ করা সত্ত্বেও এখানকার শহর ও রাজ্যের রাজনৈতিক নেতারা আমার সঙ্গে খুব বাজে আচরণ করেছেন।

কেউ কেউ আমার সঙ্গে অনেক বেশি খারাপ আচরণ করেছেন। নিউইয়র্ক ছাড়ার এই সিদ্ধান্ত নেয়া আমার জন্য কঠিন ছিল কিন্তু দিন শেষে সবার জন্য এটা ভালোই হয়েছে। প্রেসিডেন্ট হিসেবে আমি সবসময় নিউইয়র্ক ও এ রাজ্যের সব ভালো মানুষের পাশে আছি।

ট্রাম্প রিপালিকান দলের রাজনীতিবিদ। কর পরিশোধ করেছেন এমন দাবি করলেও তিনি যে কর ফাঁকি দিচ্ছেন এ অভিযোগ দীর্ঘদিনের। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রিও কিয়োমো ও নিউ ইয়র্ক শহরের মেয়র বিল দে ব্লাসিও দুইজনেই ডেমোক্রেট দলের রাজনীতিবিদ। তারা দুজনেই ট্রাম্পের নিউইয়র্ক ছাড়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

এসএইচ-১৯/০১/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)