চীনে বিবাহিত মুসলিম নারীদের সঙ্গে আপত্তিকর আচরণ

সরকারি কর্মকর্তাদের সঙ্গে আপত্তিকর সম্পর্কে জড়াতে মুসলিম নারীদের বাধ্য করছে চীনা সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ৪ নভেম্বর এ খবর প্রকাশ করেছে।

চীনের মুসলিম সম্প্রদায়ের লোকজন উইঘুর হিসেবে পরিচিত। পুরুষ মুসলিমদের বন্দী করে রেখেছে সরকার। এরমধ্যেই তাদের স্ত্রীদের বাসায় সরকারি কর্মকর্তাদের পাঠাচ্ছে চীন। মুসলিম নারীদের একই বিছানার সরকারি কর্মকর্তাদের সঙ্গে থাকতে বাধ্য করা হচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের বিবাহিত নারীরা (যাদের স্বামীরা বন্দী) তাদের বাড়ি পরিদর্শন করতে সরকারি কর্মকর্তাদের ‘আমন্ত্রণ’ জানাতে বাধ্য। এসব সরকারি কর্মকর্তাদের নাম দেয়া হয়েছে ‘আত্মীয়’ এবং যাদের বেশিরভাগই পুরুষ। দুই মাস পরপর তারা মুসলিম নারীদের বাসায় আসেন এবং দিন-রাত থাকেন। প্রায় এক সপ্তাহ তারা থাকেন এবং এসব আত্মীয়দের প্রতি ‘অনুভূতি জাগাতে’ মুসলিম নারীদের বলা হয়।

চীনা সরকার তাদের এ কর্মসূচির নাম দিয়েছে ‘পেয়ার আপ অ্যান্ড বিকাম ফ্যামিলি’। ২০১৮ সালের শুরুর দিকে মুসলিম অধ্যুষিত প্রদেশে এ কর্মসূচি চালু করা হয়।

চীন তাদের পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে ১০ লাখ মুসলিমকে বন্দী করে রেখেছে বলে অভিযোগ রয়েছে।

এসএইচ-১৫/০৬/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)