আইএসের হাতে বন্দী ইয়াজিদি নারী কি জানালেন?

১৩ বছর বয়সে ইমান আব্দুল্লাহকে অপহরণ করা হয়। এরপর তাকে যৌনদাসী হিসেবে বেশ কয়েকবার বিক্রি করা হয়।

উদ্ধার হওয়ার আগে তাকে দিনের পর দিন ধর্ষণের শিকার হতে হয়েছে।

এখন পরিবারের সঙ্গেই আছেন ইমান। তিনি ইরাকের সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের নারী।

তার সম্প্রদায়ের আরও অনেকে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর হাতে অবর্ণনীয় নিষ্ঠুরতার শিকার হয়েছেন। গত মঙ্গলবার গণমাধ্যমকে সেসব নিষ্ঠুরতার বর্ণনা দেন ইমান।

তিনি বলেন, আইএস শুধু ইয়াজিদি নারীদের যৌন দাসীই করেনি, তাদের ধর্মান্তরিতও করেছে। আমরা শারিরীক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছি।

এসএইচ-১৬/১৪/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)