ব্রেক্সিটবিরোধী অঙ্গীকারনামায় স্বাক্ষর টিউলিপসহ ৩ বাংলাদেশি কন্যার

ব্রেক্সিটবিরোধী একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন তিন ব্রিটিশ বাংলাদেশি এমপি টিউলিপ সিদ্দিক, রুশনারা আলি ও রূপা হক।

অঙ্গীকারনামায় তারা কথা দিয়েছেন যুক্তরাজ্যে আগামী ১২ ডিসেম্বর আসন্ন নির্বাচনে জয়ী হলে দেশকে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়তে বাধা দেওয়ায় ভূমিকা রাখবেন। সূত্র: দৈনিক আমাদের সময়

জানা গেছে, তিন ব্রিটিশ বাংলাদেশি এমপি ছাড়াও লেবার পার্টির ১০০ জনেরও বেশি প্রার্থী ‘রিমেইন লেবার ক্যাম্পেইন পেজ’ নামের এই কার্যক্রমে স্বাক্ষর করেছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত তিন এমপি বলেন, লেবার পার্টি আবার গণভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই আপনারা আপনাদের চূড়ান্ত রায় দেওয়ার সুযোগ পান। আমরা পুনরায় এমপি নির্বাচিত হলে ইইউয়ে থাকার চেষ্টা করব।

আগে থেকেই চুক্তিবিহীন ব্রেক্সিটের বিরোধিতায় সরব রয়েছেন লেবার পার্টির এ এমপিরা। তৃতীয়বারের মতো এবারও উত্তর লন্ডনের হ্যাম্পস্টিড ও কিলবার্ন থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকী। রূপা হক দাঁড়াচ্ছেন ইলিং ও সেন্ট্রাল অ্যাকশন থেকে আর রুশনারা আলি দাঁড়াচ্ছেন বেথনাল গ্রিন ও বাউ থেকে।

এসএইচ-১৫/১৫/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)