চীনে মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে নতুন আইন পাস করেছে যুক্তরাষ্ট্র

মুসলিম সংখ্যালঘুদের উপর চীনের নির্মম নির্যাতনের প্রেক্ষিতে বেইজিংয়ের উপর চাপ তৈরির জন্য একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ।

সম্প্রতি পাস হওয়া চীনের গোপন নথি অনুযায়ী ক্যাম্প তৈরি করে উইঘঁরদের বন্দি রাখার মূল পরিকল্পনাকারী চীনের সিনচিয়াং প্রদেশের কমিউনিস্ট পার্টির প্রধান চেন কুয়ানগুয়াও। বিলটিতে চেনসহ অন্য কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডয়েচে ভেলে

বিল প্রকাশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এটি যুক্তরাষ্ট্রের ভুল তাই অবিলম্বে সংশোধনের আহবান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সিনচিয়াং সংক্রান্ত ইস্যুকে ব্যবহার করে চীনের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্র যাতে হস্তক্ষেপ চায়না চীন। চীন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানান মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং।

উইগুর হিউম্যান রাইটস পলিসি অ্যাক্ট ২০১৯ নামের বিলটির পক্ষে ৪০৭ জন কংগ্রেস সদস্য ভোট দিয়েছেন। বিপক্ষে দিয়েছেন মাত্র একজন। এটি এরই মধ্যে সিনেটেও পাস হয়েছে।

সম্প্রতি হংকং নিয়ে আরো দুটি আইন পাস করেছে যুক্তরাষ্ট্র। যেগুলোর মধ্য রয়েছে হংকংয়ের সাথে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যথাযথ স্বায়ত্তশাসনের বিষয়ে ওয়াশিংটনের তদারকি। এবং যুক্তরাষ্ট্রের তৈরি টিয়ারগ্যাস, পিপার স্প্রে, রাবার বুলেট, স্টেন গানসহ বিক্ষোভ নিয়ন্ত্রণে ব্যবহৃত সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ রাখা।

এসএইচ-১৬/০৫/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)