নোবেল পুরস্কার অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত কসোভো’র

নোবেল পুরস্কারের অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে কসোভো। অস্ট্রিয়ার লেখক পিটার হ্যান্ডককে নোবেল সাহিত্য পুরস্কার দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন।

সাবেক যুগোস্লোভিয়ায় ১৯৯০ এর দশকের যুদ্ধে সার্বিয়াকে সমর্থন করে বই লেখায় লেখক পিটার হ্যান্ডককের কড়া সমালোচনা করে আসছে কসোভো।

এছাড়া বসনিয়া এবং হার্জেগোভিনিয়াও তার সমালোচনা করছে।

গত অক্টোবরে সুইডিশ অ্যাকাডেমি লেখক পিটার হ্যান্ডককে নোবেল পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে।

সুইডেনে মঙ্গলবার নোবেল পুরস্কারের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এসএইচ-১৩/০৮/১৯ (আন্তর্জাতিক ডেস্ক)