অস্ট্রেলিয়ার দাবানলে পুড়ে মারা গেছে ৫০ কোটি বন্যপ্রাণী

ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। এপর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১৮ জন। একইসাথে দাবানলে প্রাণ হারিয়েছে প্রায় ৫০ কোটি বণ্যপ্রাণী। বৃহস্পতিবার সিডনি বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবদনে এই তথ্য জানানো হয়। দি ইন্ডিপেন্ডেন্ট

বিগত তিন-চার মাসের ভয়াবহ দাবানলে স্তন্যপায়ী, পাখি ও সরীসৃপসহ প্রায় ৫০ কোটি বন্যপ্রাণী জীবন্ত পুড়ে মারা গেছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার পরিবেশবিদরা। বুধবার সকালে নিউ সাউথ ওয়েলসের কয়েকটি স্থানে নতুন করে আগুন ছড়িয়ে পড়ায় ন্যাশনাল পার্কের কয়েক মিলিয়ন হেক্টর বনভূমি পুড়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, কয়েক হাজার পাখি মৃত অবস্থায় বনের মধ্যে পড়ে আছে। শত শত ক্যাংগারু আগুনের তাপ থেকে বাঁচতে প্রাচীর টপকে পালানোর চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে, চার মাসের দাবানলে অন্তত আট হাজার কোয়ালা মারা গেছে। যা ওই অঞ্চলের মোট কোয়ালার এক-তৃতীয়াংশ।

উদ্ধারকর্মী ট্র্যাসি বার্গেস বলেন, ‘প্রত্যাশার চেয়ে খুব কম সংখ্যক প্রাণীকে আহত অবস্থায় চিকিৎসার জন্য আনা হচ্ছে। আমরা আশঙ্কা করছি হয়তো ইতোমধ্যেই তারা মরে গেছে, তাই তাদেরকে চিকিৎসার জন্য আনা হচ্ছে না।

এসএইচ-২২/০২/২০ (আন্তর্জাতিক ডেস্ক)