পাকিস্তানের ‘শরণার্থী’ নীতা এখন ভারতে

নীতার জন্ম পাকিস্তানে। পাকিস্তানেই কেটেছে শৈশব ও কৈশোর। পরে উচ্চ শিক্ষার জন্য ২০০৫ সালে আজমীরের সোপিয়া কলেজ থেকে কলা বিভাগে স্নাতক হন তিনি। ২০১১ সালে নাটওয়ারার পুনিয়া প্রতাপ করণের সঙ্গে তার প্রেম হয়।

পরিণতিতে বিয়ে হয়। বিয়ের পর ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন নীতা। গত সেপ্টেম্বরে নাগরিকত্ব পান। শ্বশুরের পরামর্শে নারী-সংরক্ষিত আসনে দাঁড়ান নীতা।

ভোটে জেতার পর তিনি বলেন, ‘আমি বাড়ির বউ ছিলাম। এখন আমি গ্রামের বউ। যেভাবে একজন বউ পরিবারের জন্য কাজ করেন, তেমন করে আমি গ্রামের জন্য কাজ করব।’ পাকিস্তান ছেড়ে ভারতে যাওয়া নীতা কানওয়ার রাজস্থানের একটি রাজ্যের পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন। গ্রামে তিনি ‘কানওয়ার সাব’ নামে পরিচিত।

এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।এ গণমাধ্যম জানায়, রাজস্থানের টঙ্ক জেলার নাটওয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে দাঁড়িয়েছিলেন সাত মহিলা। নিকটতম প্রতিদ্বন্দ্বী সোনু দেবীকে ৩৬২ ভোটে হারান নীতা কানওয়ার (৩৬)।

নীতার বাবা স্বরূপ সিং ও ভাই রাজওয়ান্ত সিং পাকিস্তানে থাকেন। সেখানে কৃষিকাজ করেন তারা।