নাগরিকত্ব আইনে সবার জন্যে সমান অধিকারের তাগিদ যুক্তরাষ্ট্রের

শুক্রবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ সহকারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যালিস ওয়েলস এ তাগিদ জানিয়ে বলেন, তার এ সফরে তিনি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) আরও জানার সুযোগ পাবেন।

নাগরিকত্ব সংশোধনী আইনে ২০১৫ সালের আগে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ভারতে আগত মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষের নাগরিকত্ব দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

বিফ্রিং এ তিনি কাশ্মীরে আংশিক ইন্টারনেট চালু করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বিদেশি রাষ্ট্রদূত-কূটনীতিকদের সফরকে স্বাগত জানান।

গত ৫ অগাস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করে ইটারনেট-মোবাইল ফোন বন্ধসহ কঠোর ব্যবস্থা নেয়ার পর এ মাসের প্রথমদিকে প্রথমবারের মত মার্কিন রাষ্ট্রদূতসহ ১৫টি দেশের কূটনীতিকদের কাশ্মীর সফর করেন।

তবে ওই কূটনীতিক দলকে কোন ধরণের অভিযোগ ছাড়া বন্দি কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিসহ রাজ্যেও দুই রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাত করতে দেয়া হয়নি।

এসএইচ-১৯/২৫/২০ (আন্তর্জাতিক ডেস্ক)