ইরাকিরা চায় না হোয়াইট হাউসে তাদের ভাগ্য নির্ধারিত হোক

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব নায়িম কাসেম বলেছেন, আগ্রাসী মার্কিন বাহিনীর মোকাবিলায় ইরাকি জনগণ ঐক্যবদ্ধ। ইরাকিরা চায় না হোয়াইট হাউস তাদের ভাগ্য নির্ধারণ করুক।

তিনি আরও বলেছেন, গত সপ্তাহে ইরাকি জনগণ আবারও রাজপথে নেমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ঐক্য ও অখণ্ডতা রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তারা সমস্বরে মার্কিন আধিপত্যের নিন্দা জানিয়েছেন।

শেইখ নায়িম কাসেম পশ্চিম এশিয়ায় মার্কিন ব্যর্থতার প্রতি ইঙ্গিত করে বলেন- মার্কিন ড্রোন ভূপাতিত করার পাশাপাশি ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এটা প্রমাণিত হয়েছে যে, ওয়াশিংটন পাল্টা হামলা চালানোর ক্ষমতা রাখে না।

কারণ তারা জানে পাল্টা আঘাত হানলে ইরান কঠোর জবাব দেবে।

হিজবুল্লাহর উপ-মহাসচিব লেবাননের নয়া সরকার সম্পর্কে বলেছেন, বর্তমান সরকারে সব দল, জোট ও শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব রয়েছে। সবার উচিৎ এই সরকারকে সহযোগিতা করা।

এসএইচ-২২/২৬/২০ (আন্তর্জাতিক ডেস্ক)