ভারতের নাগরিকত্ব পেতে লাগবে ধর্মবিশ্বাসের প্রমাণপত্র

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নাগরিকত্ব পেতে হলে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে ধর্মবিশ্বাসের প্রমাণপত্র।

শুধু তাই নয়, একই সঙ্গে প্রমাণ দিতে হবে আবেদনকারী ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে এসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন আইনের এমনই খসড়া প্রস্তুত করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, যারা নতুন আইনের অধীনে নাগরিকত্ব চান, তাদের প্রমাণ করতে হবে যে তারা অমুসলিম। নতুন আইনের নিয়মাবলিতেই এই শর্ত উল্লেখ করা থাকবে।

তাছাড়া হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পারসি ধর্মে বিশ্বাসীদের এটাও প্রমাণ করতে হবে যে, তারা ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে ভারতে এসেছেন।

আসামের ক্ষেত্রে নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ থাকবে মাত্র ৩ মাস। ওই সময়সীমার মধ্যে আবেদন না করলে মিলবে না নাগরিকত্ব। আসামের বেশ কিছু অঞ্চলকে এই নতুন আইন থেকে বাদ দেওয়া নিয়েও আলোচনা চলছে।

এসএইচ-১১/২৮/২০ (আন্তর্জাতিক ডেস্ক)