খোলা ময়দানে শপথ নেবেন কেজরিওয়াল

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে কংগ্রেস সমর্থিত হেমন্ত সরেনের শপথ গ্রহণের মঞ্চ হয়ে উঠেছিল ভারতের বিরোধী দলগুলোর ঐক্য ও শক্তি প্রদর্শনের মঞ্চ। আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের দিল্লি জয়ে সেই ঐক্য আরও মজবুত। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ১৬ ফেব্রুয়ারি দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে শপথ নেবেন তিনি।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, আজ বুধবার দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজলের সঙ্গে সাক্ষাৎ করে শপথের দিনক্ষণ জানিয়ে এসেছেন কেজরিওয়াল। আম আদমি পার্টির (আপ) সূত্রমতে, দিল্লির ওই ময়দানে খোলা আকাশের নিচে কেজরিওয়াল তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।

শপথের আগে সাংবিধানিক নিয়ম মেনে রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি। এদিকে বিধায়ক দলের নেতা নির্বাচনে বৈঠকে বসছেন আপ বিধায়করা। সেখানে কেজরিওয়ালই যে দলনেতা হতে চলেছেন, তা নিয়ে কোনো সংশয় আপাতত নেই। ওই সিদ্ধান্তের পর দলটির নেতা সরকার গঠনের দাবি জানাবেন।

তবে সাংবিধানিক এসব নিয়ম-কানুনের শপথের মঞ্চে কারা কারা থাকবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-কংগ্রেস জোটের বিপুল জয়ের পরে হেমন্ত সরেনের শপথে যারা ছিলেন, কেজরিওয়ালের শপথ অনুষ্ঠান মঞ্চ তার চেয়েও ব্যাপ্তিতে বড় হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আম আদমি পার্টি (আপ) সূত্রের বরাতে আনন্দবাজার জানিয়েছে, কংগ্রেসসহ বিরোধী সব দলের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিতি থাকবেন সেখানে। তবে দলনেতা নির্বাচন, সরকার গঠনের দাবি জানানোসহ সাংবিধানিক সব প্রক্রিয়ার শেষ হওয়ার পরই আমন্ত্রণপত্র পাঠানো শুরু হবে।

গত শনিবার ৭০ আসনবিশিষ্ট ভারতের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা হয় দুদিন পর গত মঙ্গলবার। তাতে কেজরিওয়ালে দল জিতেছে ৬২ আসনে। অপরদিকে দিল্লিতে এবার সরকার গঠনে দৃঢ়প্রত্যয়ী কেন্দ্রে ক্ষমতাসী বিজেপি পেয়েছে ৮ আসন। কংগ্রেস কোনো আসন পায়নি।

মঙ্গলবার দিল্লি বিধানসভার ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর কেজরিওয়াল বলেন, নতুন ঘরানার এক রাজনীতির সূচনা হলো দিল্লিতে। স্কুল, মহল্লা ক্লিনিক, চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ, বিনা পয়সায় পানি আর নারীদের বিনামূল্যে বাস যাত্রার মতো জনকল্যাণমুখী কাজের স্বীকৃতি এই ফলাফল, এমন দাবিই করছে আপ।

এসএইচ-২১/১২/২০ (আন্তর্জাতিক ডেস্ক)