গুজরাটে ট্রাম্পের ৩ ঘণ্টার সফরে ভারতের খরচ ১০০ কোটি রুপি!

দু’দিনের সফরে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতে সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই দিনই মাত্র তিন ঘণ্টার জন্যে আহমেদাবাদ যাওয়ার কথা মার্কিন প্রেসিডেন্টের।

ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে আহমেদাবাদকে সাজাতে আনুমানিক খরচ হচ্ছে প্রায় ১০০ কোটি রুপি।

গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি নির্দেশ দিয়েছেন, ট্রাম্পকে স্বাগত জানাতে যেন কোনওভাবেই বাজেট বাধা হয়ে না দাঁড়ায়। রাস্তা সারানো থেকে শুরু করে শহরকে আরও সুন্দর করে তোলার দায়িত্ব ভাগ করে নিয়েছে আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন এবং আহমেদাবাদ আর্বান ডেভেলপমেন্ট অথরিটি।

আহমেদাবাদের বস্তি লুকাতে ৬/৭ ফুট উঁচু অর্ধকিলোমিটারের দেয়ালও নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম।

মোতেরায় নির্মিত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ার উদ্বোধন উপলক্ষ্যেই আহমেদাবাদ যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্টেডিয়াম যাওয়ার রাস্তা সাজিয়ে তুলতে কর্পোরেশনের তরফে দেওয়া হচ্ছে ৬ কোটি রুপি। অন্যদিকে রাস্তা সারাইয়ের জন্যে ২০ কোটি রুপি দেবে আহমেদাবাদ আর্বান ডেভলপমেন্ট অথরিটি।

এসএইচ-১৫/১৫/২০ (আন্তর্জাতিক ডেস্ক)