পর্তুগিজ প্রেসিডেন্টকে কাঁপিয়ে ছাড়লেন মোদি

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আনাড়ি করমর্দন নেটিজেনদের মাতিয়েছে। সম্প্রতি পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সৌসার সঙ্গে মোদির এ করমর্দন এখন অনেকের হাসির খোরাক।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে মিলিত হন পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সৌসা। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়টি জোর পায়।

তবে দুই দেশের দুই নেতার মধ্যে কী আলোচনা হলো, সে দিকে তেমন একটা নজর না পরলেও নজর পড়েছে তাদের করমর্দনে।

টুইটারে প্রকাশিত ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, করমর্দনের সময় অনবরত হাত ঝাঁকিয়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় পর্তুগিজ প্রেসিডেন্টের হাত কয়েকবার নিজের দিকে টানতেও দেখা যায় তাকে। করমর্দনের শেষের দিকে হাসতে দেখা যায় প্রেসিডেন্টকে।

তবে করমর্দনের দৃশ্যটি বৈঠকের আগে না পরে, সে বিষয়ে অবশ্য কিছু জানায় ইন্ডিয়া টুডে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে হাসি-ঠাট্টায় মতেছেন নেটিজেনরা।

একজন লিখেছেন, ‘মোদি ভুলেই গেছেন তিনি টিউবওয়েলের হাতল নয়, আসলে পর্তুগিজ প্রেসিডেন্টের বাহু ধরেছেন।’

আরেকজন লিখেছেন, ‘ইয়ে কিয়া থা ভাই (ভাই, এটা আবার কী)।’ একজন বলেছেন, ‘কিছু আনাড়ি কোলাকুলির পর এবার করমর্দনে দেখা গেল মোদিকে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিল সালমানের সঙ্গে বেখাপ্পা কোলাকুলি করে আলোচনায় আসেন মোদি।

এসএইচ-১৯/১৬/২০ (আন্তর্জাতিক ডেস্ক)