ভিডিও ফাঁসে মহাবিপাকে মাক্রোঁর দল

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ প্যারিসের মেয়র পদে নিজের ঘনিষ্ঠজন বেঞ্জামিন গ্রিভউকে মনোনয়ন দিয়েছিলেন৷ কিন্তু নির্বাচনের আগে গ্রিভউর সেক্স ভিডিও ফাঁস হওয়ায় পুরো দলই এখন মহাবিপাকে৷

ফাঁস হওয়া ভিডিওতে গ্রিভউকে হস্তমৈথুন করতে দেখা যায়৷ গত বৃহস্পতিবার ভিডিওটি টুইটারে ছড়িয়ে পড়ে৷ সেক্স ভিডিও ফাঁস হওয়ার পর দল থেকে পদত্যাগ করেন গ্রিভউ৷ ফলে নতুন মেয়র প্রার্থী বেছে নিতে হচ্ছে মাক্রোঁর দল এলআরইএমকে৷

দল থেকে সরে গেলেও গ্রিভউর দাবি, এক বছরের বেশি সময় ধরে তার ও তার পরিবারের বিরুদ্ধে অপবাদ, মিথ্যা ও গুজব ছড়ানো হচ্ছে৷‘‘এমনকি আমরা অজ্ঞাত হামলার শিকার হয়েছি এবং হত্যার হুমকি পেয়েছি৷”

যদিও সেক্স টেপটির সত্যতা তিনি অস্বীকার করেননি বলে জানায় ফ্রান্সের সংবাদমাধ্যম বিএফএমটিভি৷

গ্রিভউর বিরুদ্ধে অন্য এক নারীকে মোবাইলে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগও আছে৷

রাশিয়ার অভিনেতা পেট্র পাভলেনস্কি গ্রিভউর সেক্স টেপ ফাঁস করেছেন৷ রাশিয়ায় নানা অদ্ভুত কাণ্ডের জন্যে অতীতেও খবরের শিরোনাম হয়েছেন পাভলেনস্কি৷ মাক্রোঁ ক্ষমতায় আসার পর ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় পান তিনি৷

পাভলেনস্কি ফ্রান্সের রাজনীতি নিয়ে বানানো একটি সিনেমায় গ্রিভউর হস্তমৈথুনের দৃশ্য দেখান৷

পাভলেনস্কি বলেন, ‘‘গ্রিভউ পারিবারিক মূল্যবোধ নিয়ে কথা বলেন, পরিবারের জন্য তিনি প্যারিসের মেয়র হতে চান এবং সবসময় স্ত্রী ও সন্তানদের কথা বলেন৷ কিন্তু বাস্তবে তিনি পুরো উল্টো কাজ করেন৷”

গ্রিভউর সঙ্গে পরকীয়া সম্পর্ক আছে এমন একজনের কাছ থেকে তিনি সেক্স টেপটি পেয়েছেন বলেও দাবি করেন৷ যদিও গুঞ্জন আছে, প্রতিশোধ নিতে মাক্রোঁর দল এলআরইএম থেকেই কেউ ওই টেপ ফাঁস করেছে৷ফরাসি পুলিশ পাভলেনস্কি ও তার বান্ধবীকে আটক করেছে৷ কেউ কেউ বলেছে, পাভলেনস্কি তার বান্ধবীকে ব্যবহার করেই গ্রিভউর ভিডিও জোগাড় করেছেন, যদিও এখনো এই বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি৷

অতীতে ফ্রান্সের রাজনীতিকদের ব্যক্তিগত জীবন জনগণের চোখের আড়ালেই রাখা হতো৷ কিন্তু ইন্টারনেটের যুগে তা আর সম্ভব হচ্ছে না৷

গ্রিভউর সেক্স টেপ ফাঁস এবং দল থেকে পদত্যাগে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছে এলআরইএম৷ আগামী মাসেই মেয়র নির্বাচন, নতুন প্রার্থীকে নিয়ে নির্বাচনি দৌড়ে নামতে হাতে খুব বেশি সময় নেই৷ মাক্রোঁ যেকোনো মূল্যে প্যারিসে দলের জয় চান৷

সেক্স টেপ ফাঁসের আগে এক জনমত জরিপে বর্তমান মেয়র এবং সোশ্যালিস্ট পার্টির প্রার্থী আনে হিদালগো সবচেয়ে এগিয়ে৷ রক্ষণশীল দলের প্রার্থী দুই নম্বরে এবং গ্রিভউ তিন নম্বরে৷

এলআরইএম-র নতুন প্রার্থী হচ্ছেন অ্যানিয়েস বুজ্যঁ৷ স্বাস্থ্যমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে তিনি এখন মেয়র নির্বাচন করবেন ৷

এসএইচ-১২/১৯/২০ (আন্তর্জাতিক ডেস্ক)