ট্রাম্পের সঙ্গে ভারত সফরে আসছেন স্বামীসহ ইভাঙ্কা

চলতি সপ্তাহে দু’দিনের জন্য ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে থাকতে পারেন মেয়ে ইভাঙ্কা এবং জামাই জারেদ কুশনার। তবে এ বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

এছাড়াও মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরে তার সঙ্গে থাকবেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন, সেক্রেটারি অফ দা ট্রেজারি স্টিভ নাচিন, কমার্স সেক্রেটারি উইলবার রস এবং সেক্রেটারি অফ এনার্জি ড্যান ব্রলিয়েট। তবে আসছেন না আমেরিকার বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটজার।

কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুশ গয়ালের সঙ্গে একটি চুক্তি নিয়ে দর কষাকষি করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই চুক্তি ফলপ্রসু হয়নি। ৩৮ বছর বয়সী ইভাঙ্কা এবং ৩৯ বছরের কুশনের দুজনেই মার্কিন প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা পদে নিয়োজিত।

সোমবার গুজরাটের আহমেদাবাদে এসে পৌঁছনোর পর রোড শোতে অংশ নিবেন ট্রাম্প। এই অনুষ্ঠানে এক থেকে দেড় লাখ মানুষ যোগ দেবেন। পরে সেখান থেকে নবনির্মিত সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাত্‍ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্প।

পরে সেখান থেকে আগ্রা উড়ে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ও তার পরিবার। তাজমহল দর্শন করে রাতেই দিল্লি ফিরবেন তারা।

এর আগে, ২০১৭ সালে হায়দরাবাদে এসেছিলেন ইভাঙ্কা।

এসএইচ-২৩/২১/২০ (আন্তর্জাতিক ডেস্ক)