মোদির সঙ্গে কী নিয়ে কথা বলবেন ট্রাম্প?

সপরিবারে দুই দিনের সফরে আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত সফর নিয়ে ট্রাম্প বলেছেন, বহুদিন ধরে বাণিজ্য খাতে ভারত আমাদের ভালো ব্যবসা দিচ্ছে। তাই আমি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য নিয়ে কথা বলবো ।

ভারত সফরের কথা উল্লেখ করে বৃহস্পতিবার কলোরাডোর ‘কিপ আমেরিকা গ্রেট’ পদযাত্রায় মার্কিন প্রেসিডেন্ট এ কথা জানান।

এ সময় ট্রাম্প বলেছেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুব পছন্দ করি। তবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়ে আমরা খুব কম কথা বলেছি। ওরা আমাদের রফতানি মূল্য খুব চড়া হারে দেয়। বিশ্বের মধ্যে ভারতই এত চড়া রফতানিমূল্য দেয়।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, দুই রাষ্ট্রের মধ্যে সম্ভাবনাময় বাণিজ্য চুক্তি হতে পারে। আশা করি ভারত থেকে উষ্ণ অভ্যর্থনা পাবো।

শুনেছি বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম নির্মাণ করেছে তারা। যেখানে ১০ মিলিয়ন মানুষ অনায়াসে বসতে পারে। সেটা অবশ্যই নতুন এবং অভিনব নির্মাণ ।

এসএইচ-১১/২২/২০ (আন্তর্জাতিক ডেস্ক)