উত্তর-পূর্ব দিল্লিতে ১৪৪ ধারা জারি

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতায় মঙ্গলবার অন্য আরো ১০৫ জন আহত হয়েছেন।

নাগরিকত্ব আইনের সমর্থক এবং বিপক্ষের মধ্যে সংঘর্ষের সময় পাথর ছোঁড়া, যানবাহনে অগ্নিসংযোগ এবং দোকানে দোকানে আগুন লাগিয়ে দেয়ায় রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় রাজধানী দিল্লির উত্তর-পূর্ব এলাকার বিস্তীর্ণ অঞ্চল।

মঙ্গলবার একজন পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থাকে জানায়, নাগরিকত্ব আইন নিয়ে নতুন করে যে প্রাণঘাতি সংঘর্ষ চলছে সেটির সূত্রপাত হয়েছিলো প্রায় দুই মাস আগে।

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল পুলিশ কর্মকর্তার মৃত্যুতে শোক জানিয়ে এক টুইট বার্তায় লেখেন, দিল্লির কয়েকটি অঞ্চলের পরিস্থিতি নিয়ে আমি খুব উদ্বিগ্ন এবং শহরগুলোয় সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

রাজধানী দিল্লির কয়েকটি এলাকায় উত্তেজনা তীব্র হওয়ায় আগাম সতর্কতা স্বরূপ বেশ কয়েকটি স্কুল এবং শহরের পাঁচটি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।

উত্তর-পূর্ব দিল্লিতে ১৪৪ ধারা জারি ও সেখানে সব ধরণের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এসএইচ-১৩/২৫/২০ (আন্তর্জাতিক ডেস্ক)