বন্যপ্রাণি খাওয়া নিষিদ্ধ করলো চীন

চিকিৎসাবিজ্ঞানীরা মনে করেন বন্যপ্রাণি থেকেই কোভিড-১৯ মানুষের মাঝে ছড়িয়েছে। চীনের কম্যুনিস্ট পার্টি এক ঘোষণায় বন্য প্রাণি কেনা ও বিক্রি নিষিদ্ধ করেছে।

কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পর চীনে শতশত প্রানি মারা গেছে।

শুধু উহানেই ৪০ জন পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে যাতে কেউ বন্যপ্রানি কেনা বা বেচা এবং না খেতে পারে। এরনের প্রাণি খামারগুলোকে নিষিদ্ধের আওতায় নিয়ে আসা হয়েছে।

বন্যপ্রানি চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

২০০৩ সালে সার্স ভাইরাসে চীনে যে ৮শ মানুষ মারা যায় তাও এধরনের বন্যপ্রানি খাওয়ার কারণে হয়েছিল এবং তা বন্যপ্রানির বাজার থেকেই ছড়িয়ে পড়েছিল।

কোভিড-১৯ প্রতিরোধে চীন ৬শ’ মিলিয়ন ডলারের পুরোনো নোট পুড়িয়ে ফেলে যা থেকে এই রোগের জীবাণু মানুষের সংস্পর্শে যেতে পারে বলে সন্দেহ করা হয়েছিল।

এসএইচ-১৬/২৫/২০ (আন্তর্জাতিক ডেস্ক)