রোহিঙ্গাদের পক্ষে জাতিসংঘের আদালতে লড়তে আমাল ক্লুনিকে নিয়োগ

তিনি এর আগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের পক্ষে জাতিসংঘে আইনি লড়াই করেছেন।

মালদ্বীপ সরকার বুধবার এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার সাথে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে দেশটি।

আমাল ক্লুনিকে উদ্ধৃত করে মালদ্বীপ সরকার আরও জানিয়েছে, আদালতের মাধ্যমে আমরা রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার পেতে চেষ্টা করব। মিয়ানমারে সংগঠিত গণহত্যার জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে এখনও অনেক পথ বাকি।

গত নভেম্বরে রোহিঙ্গাদের সুরক্ষা চেয়ে এবং গণহত্যার বিচারের দাবিতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করেছিল গাম্বিয়া।

রোহিঙ্গাদের পক্ষে জাতিসংঘের আদালত যে রায় দিয়েছে, সেটিকে স্বাগত জানিয়েছে মালদ্বীপ সরকার।

এসএইচ-২২/২৬/২০ (আন্তর্জাতিক ডেস্ক)