লকডাউনের প্রস্তুতি নিচ্ছে লন্ডন

বিশ্বজুড়ে পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আর এ করোনা মোকাবেলায় লকডাউনের প্রস্তুতি নিচ্ছে লন্ডন। ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ে পদক্ষেপ জোরদার করছে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার।

এর আওতায়, শুক্রবার থেকে দেশজুড়ে সকল স্কুল বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। দেশজুড়ে মোতায়েনের জন্য প্রস্তুত করা হচ্ছে ২০ হাজার সেনা সদস্য।রাজধানী লন্ডনে লকডাউন জারির প্রস্তুতি নেয়া হচ্ছে। সেখানে শহরজুড়ে বসানো হয়েছে ৪০টি টিউব স্টেশন। বন্ধ করে দেয়া হয়েছে বার ও রেস্তোরাঁগুলো।

দ্য মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকেল থেকে বৃটেনজুড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সকল স্কুল। পাশাপাশি চলতি মৌসুমের সকল এ-লেভেল পরীক্ষাও বাতিল ঘোষণা করা হয়েছে।

করোনা মহামারীতে জর্জরিত হয়ে পড়েছে পুরো ইউরোপ। ভাইরাসটি সামলাতে হিমশিম খাচ্ছে অঞ্চলটির সরকাররা। বৃটেনে ভাইরাসটি মোকাবিলায় যথাযথ পদক্ষেপের অভাব রয়েছে বলে সমালোচিত হচ্ছে সরকার। এর মাঝে লন্ডন লকডাউন করে দেয়ার ও স্কুল বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।

এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬২৬ জন। মারা গেছেন ১০৪ জন। সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে লন্ডনে। শহরটিতে বুধবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯২৯ জন। কর্মকর্তারা শহরটিকে ‘সুপার সংক্রমণকারীদের শহর’ হিসেবে আখ্যায়িত করেছেন। লকডাউনের অংশ হিসেবে, কমিয়ে দেয়া হবে পরিবহণ সেবাও। জারি করা হতে পারে আরো কঠোর ব্যবস্থাও।

বৃহস্পতিবার পার্লামেন্টে ভাইরাসটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারকে ক্ষমতা দেয়ার ব্যাপারে আইন পাসের কথা রয়েছে। এদিকে, ভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনায় সকল কাজ বাতিল ঘোষণা করেছেন বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। তিনি শুক্রবার বাকিংহাম প্যালেস ছেড়ে উইন্ডসর ক্যাসেলে চলে যাবেন। সামাজিক দূরত্ব বৃদ্ধির অংশ হিসেবে সেখানে যাবেন তিনি।

প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে আট হাজার ৯৬১ জন দাঁড়িয়েছে। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৯ হাজার ৮৭ জনে। ভাইরাসটি বিশ্বের ১৭৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮৫ হাজার ৬৭৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, বুধবার চীনে আরও ৮ জন মারা গিয়েছেন। এ নিয়ে চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা তিন হাজার ২৪৫। করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৯২৮ জন। এর মধ্যে মোট ৭০ হাজার ৪২০ জন রোগী সুস্থ হয়েছেন।

এসএইচ-১৮/১৯/২০ (আন্তর্জাতিক ডেস্ক)